কোহলির দৃষ্টিতে প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার স্মিথ

নিউজ ডেস্ক »

কে সেরা? কোহলি নাকি স্মিথ? এই প্রশ্নটা নতুন না, টেস্ট ক্রিকেটে এই প্রজন্মের সেরা দুই ব্যাটসম্যানকে নিয়ে নিয়ে এমন তর্ক লেগেই থাকে। আবার পারফরমেন্সে স্মিথ কখনো টক্কর দেন কোহলিকে, আবার কোহলি কখনো স্মিথকে। একের পর এক রেকর্ড ভাঙতে এই দুজন বেশ পারদর্শী। তবে এবার প্রতিদ্বন্দ্বীর চোখেয় প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটের উপাধি পেলেন স্মিথ। হ্যা ভুল শুনেননি, বিরাট বলেছেন তার চোখে প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার।

তবে সেরা টেস্ট ব্যাটসম্যান বলে স্মিথের খ্যাতি নতুন নয়। অনেকে তো তাকে এই যুগের ব্র্যাডম্যানও বলে থাকে। আর টেস্ট ক্রিকেটে স্টিভ স্মিথের পারফরমেন্স যেন চোখ ধাঁধানো। এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের অভিষেকের পরে সবচেয়ে টেস্ট ক্রিকেটে বেশি সেঞ্চুরির সংখ্যাটা নিজের করে রেখেছেন স্মিথ। ৯৭ টেস্ট ম্যাচ খেলে করেছেন ৩১ সেঞ্চুরি।

বিরাট কোহলির মতে এই প্রজমের সেরা টেস্ট ক্রিকেটার ক্রিকেটার স্টিভ স্মিথ। সাম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মতে এই প্রজন্মের সেরা খেলোয়াড় স্টিভ স্মিথ।তার ব্যাপারে সব চেয়ে ভালো দিক হলো , পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটা যেটা,সেটা সবার থেকে ভালো। ৮০-৯০ টি টেস্ট ম্যাচে ৬০ কাছাকাছি গড় রান। যা সত্যি অবিশ্বাস্য। তিনি আরো যোগ করেন,

তিনি আরো বলেন, টেস্ট ম্যাচে ও যেভাবে ধারাবাহিকতার সাথে ব্যাট করে। এবং নিজের ইনিংস তৈরি করে এই ভাবে খেলতে বিগত ১০ বছরে কোন ক্রিকেটারকেই আমি দেখিনি। এটা অবশ্যই তার স্কুলের কৃতিত্ব।”

অস্ট্রেলিয়া বনাম ভারত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে স্মিথ তুলে নিয়েছেন দারুন এক সেঞ্চুরি। অস্ট্রেলিয়া ৭৪ রানে তিন উইকেট নিয়ে বিপদে পড়লে ট্রাভিস হেডকে নিয়ে দলকে চাপ থেকে উদ্বার করেন স্মিথ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »