নাফিসুল হক »
আজ শুরু হচ্ছে ইন্ডিয়া বনাম দক্ষিন আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ।এই ওয়ানডে সিরিজের আগে চারদিকে একটাই কথা সবার মনে করোনা আতংক।এই জন্য এই সফরে ইন্ডিয়ার প্লেয়ারদের সাথে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিন আফ্রিকা।
এরপরই কোহলিদের জন্য আরেকটা নির্দেশনা এসেছে বলে ‘থুথু’ ব্যবহার না করা।ক্রিকেটে মাঠে থুথু দিয়ে বল পলিশ করা একটা খুবই পরিচিত বিষয়।বলের উজ্জ্বলতা ধরে রাখতে এবং সুইং এই বৈচিত্র আনতে এইটা করা হয়।
ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার ব্যাপারটা নিয়ে নিজের দুশ্চিন্তার কথাই জানিয়েছেন, ‘এ মুহূর্তে স্বাস্থ্যঝুঁকি প্রবল। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু বল ঠিকঠাকমতো ঘষে চকচকে না করতে পারলে সুইং পাব কীভাবে? আমরা তো মার খেয়ে যাব।’ কিন্তু করোনা এমন একটা আকার ধারন করেছে যে এইখানে পরিষ্কার থাকা টা অনেক বেশি জরুরি। আর এই ভাইরাস এইসব সামান্য বিষয় গুলো থেকে ছড়াতে পারে।তাইতো ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে প্লেয়াররা যাতে ম্যাচে বল পলিশ করতে থুতু ব্যবহার না করে। দেখা যাক শেষ পর্যন্ত মাঠের চিত্র কি হয়!
উল্লেখ্য এখন পর্যন্ত ভারতে ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।।