নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত দলের জন্য নতুন কোচ খুঁজতে শুরু করেছে। ভারতীয়দের ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কোচের পদে বহাল ছিলো রবি শাস্ত্রী। বিশ্বকাপে সেমি ফাইনালে ভারতের বিদায়ের পর রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি নবায়ন করেনি বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া ( বিসিসিআই )। তবে শুধু রবি শাস্ত্রী নন সকল কোচের পদে বিসিসিআই নতুন নিয়োগ দিবে বলে জানা গিয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। তবে এদের মধ্যে ২০০০ আবেদন গ্রহণ করেছে বিসিসিআই। তবে ২০০০ আবেদনে কারা কারা আছেন তাদের নাম এখনো জানায়নি বিসিসিআই। তবে ধারণা করা হচ্ছে অষ্ট্রেলিয়ার টম মুডি , নিউজিল্যান্ডের মাইক বেসন, ভারতের লালচাঁদ রাজপুত আবেদন করেছেন। তবে শোনা গিয়েছে ২০০০ আবেদনে মাহেলা জয়াবর্ধনে যে কিনা ভারতের কোচ হতে চান তার নাম নেই। তবে ফিল্ডিং কোচের পদে জন্টি রোডসের আবেদন গ্রহণ করেছে বিসিসিআই।
ভারতের বর্তমান কোচিং প্যানেলের মেয়াদ বিশ্বকাপে শেষ হয়ে গেলেও নতুন কোচ খোঁজার প্রক্রিয়া দীর্ঘ হবার জন্য আরো ৪৫ দিন তাদের মেয়াদ বৃদ্ধি করেছে বিসিসিআই। এই কোচ নির্বাচন প্রক্রিয়ায় রয়েছেন তিত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি তাদের মধ্যে নেতৃত্ব দিবেন দেশটি প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব, অপর দুজন হচ্ছেন সনাথ রঙ্গশামি ও অনুমান গায়ের। গত মঙ্গলবার ছিলো এই কোচের আবেদন করার শেষ দিন। আগামী ১৪ ও ১৫ই আগষ্ট কোচ হবার জন্য আগ্রহীদের সাক্ষাৎকার নেয়া হবে।