নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
যদি কাউকে জিজ্ঞেস করা হয় বর্তমান সময়ের সেরা ক্রিকেটারদের তালিকা করতে তবে সেই তালিকায় শীর্ষে থাকবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অষ্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। তাদের দুজনের ক্লাস ব্যাটিং ও পারফরম্যান্স সবসময় বর্তমানের সকল ক্রিকেটারদের থেকে আলাদা করে নজর কাড়ে। আর এই দুই ব্যাটসম্যানের মধ্যে প্রতিযোগিতাও সবসময় হয়। আর সমর্থকরাও এদের নিয়ে চায়ের কাপে ঝড় তুলে।
গত বছর বল টেম্পারিং এ এক বছরের নিষেধাজ্ঞায় পড়ছিলেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। নিষেধাজ্ঞাতে পড়ার আগেও তিনি ছিলেন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান। আর নিষেধাজ্ঞায় পড়ায় পর এক নম্বর স্থান হারিয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির কাছে। আর নিষেধাজ্ঞা কাটিয়ে সাদা পোশাকে ফিরেই আবারো তার হারানো জায়গা ফিরে পেতে মরিয়া হয়ে যান অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। চলতি অ্যাশেজ টেস্টে দ্বিতীয় টেস্টে জোফরা আর্চারের বাউন্সারে আঘাতে পড়ে ইনজুরিতে পড়েন। তবে এই দুই টেস্টের দুর্দান্ত পারফরম্যান্স তাকে সর্বশেষ আইসিসি টেস্ট র্য্যাংকিংয়ে শীর্ষে নিয়ে আসে।
এই অ্যাশেজ দিয়ে সাদা পোশাকে প্রত্যাবর্তন ঘটে। এর আগে পর্যন্ত নিষেধাজ্ঞার সময়ে বিরাট কোহলি ছিলেন শীর্ষ অবস্থানে। আর স্মিথের শীর্ষ স্থানের রাজত্ব ফিরে পেতে সময় নেন মাত্র তিনটি ইনিংস। মূলত ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজে বিরাট কোহলির ফর্মহীনতা স্মিথকে শীর্ষস্থান ফিরে পেতে সহায়তা করেছে।
আইসিসি টেস্ট র্য্যাংকিংয়ে শীর্ষ দশ ব্যাটসম্যান:
১. স্টিভ স্মিথ
২. বিরাট কোহলি
৩. কেন উইলিয়ামসন
৪. চেতেশ্বর পূজারা
৫. হেনরি নিকোলাস
৬. জো রুট
৭. অজিঙ্কা রাহানে
৮. টম লাথাম
৯. দিমুথ করুণারত্নে
১০. এইডেন মার্করাম