কোহলিকে শাসালেন আম্পায়ার!

সাজিদা জেসমিন »

বিশ্ব ক্রিকেটে কোহলি এক আগ্রাসী নাম৷ প্রতিপক্ষের শিবিরে আগুন ধরিয়ে দেন হঠাৎ করেই। তার দিনে সে একাই ম্যাচের মোড় ঘুরাতে সক্ষম। তবে ভালো পারফর্ম্যান্সের বাইরে আরেকটা দিকও আছে তার। মাঝেমাঝে মাঠের কিছু ব্যাপার নিয়ে হন বিতর্কিত৷ আর এই বিতর্কের পালা যেন থামছেই নাহ। সময় না পেরুতেই আবারো নতুন প্যাঁচে পড়লেন এই ব্যাটসম্যান।

কিউইদের মাটিতে পর পর দু’টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছেন। টেস্টে জুটেছে লজ্জার হার। আর শেষ দিনেই সাথে জুটলো আম্পায়ারের শাসন। ক্রাইস্টচার্চ টেস্টে কিউইদের বিপক্ষে ম্যাচের শেষের দিকে চতুরতা করতে গিয়ে আম্পায়ারের নজরে পড়েন কোহলি। যার ফলে কপালে জুটেছে শাসন।

তখন ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন বিশ্ব ক্রিড়া নিয়ন্ত্রক সংস্থা থেকে চারবার বর্ষসেরা নির্বাচিত হওয়া আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। ১৩২ রানের লক্ষ্যে যখন কিউইরা মাঠের লড়াইয়ে ব্যস্ত তখন চতুর্থ ওভারে রান নিতে যাওয়ার সময় কোহলি “টু টু ” বলে চিৎকার করেন৷ বিষয়টিকে ভিন্ন চোখে দেখেছেন রিচার্ড।

কোহলিকে উদ্দেশ্য করে রিচার্ড বলেন- ” দুই দুই বলে চিৎকার দিয়োনা, তুমি ব্যাটসম্যানদের দু’রান নেওয়ার জন্য প্ররোচনা চালাচ্ছো।”

কোহলি অবশ্য এই ব্যাপার অস্বীকার করে বলেন যে তিনি ব্যাটসম্যানরা যাতে ২ রান নিতে সক্ষম না হয়, সেজন্যই ফিল্ডারদের তাগাদা দিচ্ছিলেন।

অবশ্য আম্পায়ারের মন পরিবর্তন হয়নি কোহলির স্বীকারোক্তিতেও৷ কোহলিকে দোষারোপ করে পুনরায় বলেন- “অনেক হয়েছে”।

কোহলি এরপর আর কোনো মন্তব্য করেন নি। ইতিপূর্বেও কোহলির আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রথম ইনিংসে ল্যাথামের আউটের পর বাজে শব্দচয়নের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন কোহলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »