কোহলি-রাহুলের সেঞ্চুরিতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে সুপার ফোলে ভারত পাকিস্তান ম্যাচে বৃষ্টির কারণে বন্ধ হয় যাওয়ায় ম্যাচ গড়ায় সুপার ফোরে। আর রিজার্ভে ডেতেওে বৃষ্টির কারণে খেলা পণ্ড হওয়ার শঙ্কা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে পাকিস্তানতে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে ভারত। পাকিস্তানকে ২২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।

ভিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরি ভর করে নির্ধারতি ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রানের রগ পুজি পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৮ রানে অলআউট হয় বাবর আজমের দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত দিনে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। রোহিত শর্মা আর শুভমান গিল ভারতকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতেই টি-টোয়েন্টি স্টাইলে তারা ১০০ বলে ১২১ রান যোগ করেন।

ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ফিফটির দেখা পাওয়া রোহিতকে ফাহিম আশরাফের ক্যাচ বানান পাকিস্তানি লেগস্পিনার শাদাব খান। ৪৯ বলে রোহিতের ৫৬ রানের ইনিংসে ছিল ৬ বাউন্ডারি আর ৪ ছক্কার মার। পরের ওভারে আরেক ওপেনার গিলের উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। ৫২ বলে ১০ বাউন্ডারিতে ৫৮ রান করে ফেরেন গিল।

রিজার্ভ ডেতে আগে দিনের ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান নিয়ে খেলা শুরু করে ভারত। এদিন পাকিস্তানে বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন ভারতেই দুই অরপরাজিত ব্যাটার কোহলি ও রাহুল। পাকিস্তানের বোলার দের ওপর রীতিমতো তান্ডব চালান তারা। ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরির তুলে নেন কোহলি। সেই সাথে ওয়ানডেতে ১৩হাজার রানেরর মাইল ফলক স্পর্শ করে তিনি। অন্য প্রান্তে রাহুল ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির তুলে নেন। আর এতেই ভারতের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ৩৫৬ রান। ২৩৩ রানে জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন তারা। কোহলি ১২২ ও রাহুল ১১১রোনে অপরাজিত থাকেন।

বিশাল টার্গেট তাড়া তাড়া করতে নেমে কোনো প্রতিদ্বনিদ্বতাই করতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ৩২ ওভারে ১২৮ রানে অলআউট হয় পকিস্তান। ফখর জামান ২৭ এবং সালমান ও ইফতিখার দুজনেই ২৩ রান করেন। ভারতের কুলদ্বিপ যাদব ৫টি এবং বুমরাহ, হার্দিক ও শারদুল ১টি করে উইকেট নেন।

 

আররএ/নিউজক্রিকে২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »