কোহলি আর লিটনের ব্যাটিং দেখতে বেশি ভালো লাগে ম্যাশের

দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »

দুজন ক্রিকেটারের ব্যাটিং দেখতে ভালো লাগে এবং খুব আগ্রহ নিয়ে দেখেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির কাছে প্রথমজন ভারতের অধিনায়ক বিরাট কোহলি হলেও পরের জনই লিটন দাস। গণমাধ্যমের সাথে কথা বলার সময় গতকাল স্পষ্ট করেই বিষয়টি জানিয়ে দিয়েছেন মাশরাফি।

মাশরাফি বলেন, ‘অনেক ভালো ব্যাটসম্যানই বিশ্ব ক্রিকেটে আছেন। তবে কোহলি ও লিটন যতক্ষণ উইকেটে থাকেন সবসময়য় তাদের দেখতে ভালো লাগে। কোহলি আর লিটনকে উইকেটে দেখলে চোখ সরাতে পারি না। সবসময়ই আমি বলি, অনেকেই ভালো প্লেয়ার আছে। কিন্তু যতক্ষণ উইকেটে থাকে এই দুজনকেই দেখতে ভালো লাগে। আর আমি লিটনকে এটা অনেক আগে থেকেই বলে আসছি।’

লিটনের প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারো। কিন্তু মূল সমস্যা হলো ধারাবাহিকতায়। তবে ভালো কিছুর আভাসই দিচ্ছে লিটনের ব্যাট। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। গতকাল বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে ১৭৬ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেছেন লিটন।

লিটনকে নিয়ে মাশরাফি আরো বলেন, ‘আমি যেটা সবসময় বিশ্বাস করি তা হলো লিটন মোমেন্টাম চেঞ্জ করতে পারে। লিটন উইকেটে ভালো করে থাকতে পারে এবং সে বড় ইনিংস খেলতে পারে। মোট কথা লিটন সবই পারে। এবং আমার বিশ্বাস সে এখন এটা পিক করতে পেরেছে। সে এখন অভিজ্ঞ হচ্ছে। চার- পাঁচ বছর ধরে খেলছে সম্ভবত।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »