নিউজ ডেস্ক »
অতি পরিচিত ভারতীয় জাতীয় দলের অধিনায়ক ভিরাট কোহলির পোষা কুকুর ব্রুনো আর নেই। আজ সকালে হঠাৎই মারা গেছেন পোষা ব্রুনো। এতে খুবই মর্মাহত হয়ে পরেছেন ভিরাট কোহলি।১১ বছর ধরে এই কুকুরটি ছিলো তার সাথেই।
আজ সকালে টুইটারে একটি পোস্টের মাধ্যমে তার পোষা ব্রুনোর মৃত্যুর খবর নিশ্চিত করেন ভিরাট কোহলি। এসময় টুইটারে ভিরাট কোহলি লেখেন,’ আমার ব্রুনো “রেস্ট ইন পিস”। 11 বছর ধরে ভালোবাসার সাথে আমাদের জীবনকে আকর্ষণীয় করে তুলেছে তবে আজীবন একটি সংযোগ তৈরি করেছেন। আজ একটি ভাল জায়গায় চলে গিয়েছে। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তিতে বর্ষণ করুন।’
ভিরাট কোহলি এবং অনুশকার খুবই প্রিয় ছিলো এই পোষা কুকুরটি। বিভিন্ন সময়ই কোহলি কিংবা অনুশকার সাথে দেখা গেছে এই ব্রুনোকে। ভারতীয় পোষা জগৎে বেশ পরিচিত ছিলো এই ব্রুনো। এমনকি এই পোষা টিকে পরিবারেরই নয় নিজেদের হৃদয়ের একটি অংশ ভাবতেন এই জনপ্রিয় দম্পতি।
বাংলাদেশ সময় : ১১:৫৫ এএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ