কোচিং স্টাফ ছাড়াই হবে পাকিস্তান সফর!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানে চলছে ক্রিকেট ফেরানোর লড়াই। আর সেই লড়াইয়ের অংশ হিসেবেই সূচি অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। তবে সেটা এখনও ঝুলে আছে পর্যবেক্ষক টিমের রিপোর্টের উপর।

এর আগে বাংলাদেশ নিরাপত্তা সংস্থার সবুজ সংকেত পেয়ে পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে নিয়মিত কোচ ছাড়াই পাকিস্তানে যেতে হয়েছে বাংলাদেশ নারী দলকে। নারী দলের প্রধান কোচ ভারতীয় আঞ্জু জাইনের পরিবর্তে পাকিস্তানে প্রধান কোচের দ্বায়িত্বে থাকবেন বাংলাদেশী কোচ দিপু চৌধুরী।

একই পথে হাটছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের বিদেশি কোচেরাও। একমাত্র শ্রীলঙ্কান ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন ব্যাতিত সকল বিদেশী কোচই পাকিস্তান সফরে যেতে আপত্তি জানান।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং এবং সহকারী কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট, ফিল্ডিং কোচ রায়ান কুক, ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতোসহ সকল আফ্রিকান কোচই তাদের অনাগ্রহের কথা জানিয়েছেন। অাপত্তি আছে সদ্য দলের সাথে যোগ দেওয়া নিউজিল্যান্ডের স্পিন তারকা ড্যানিয়েল ভেট্টোরিরও। বাংলাদেশ দলের কম্পিউটার এনালিস্ট থিহান চন্দ্রমোহনকেও পাওয়া যাবেনা সেটা বলাই বাহুল্য।

যদি এমনটিই হয় তবে আগামী ফেব্রুয়ারিতে দলের নিয়মিত কোচিং স্টাফ ছাড়াই ২ টেস্ট এবং ৩টি টি২০ ম্যাচ খেলতে হবে বাংলাদেশ দলকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »