https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
একতা সময় বল হাতে প্রতিপক্ষকে ফাঁদে ফেলতে পটু ছিলেন অজি স্পিনার শেন ওয়ার্ন। বিশ্বের সব বাঘা বাঘা ব্যাটসম্যানকে খাবি খাইয়ে ছড়তেন তিনি। ক্রিকেট ছাড়ার পর কোচিং পেশায় বেশ মনোযোগ দিয়েছেন এই অজি স্পিনার। এরই ধারাবাহিকতায় এবার ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ১০০ বলের ক্রিকেটে লন্ডন দলের কোচ হচ্ছেন শেন ওয়ার্ন।
নতুন এই টুর্নামেন্টে কোচিং করাতে সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ওয়ার্ন জানান, ‘লর্ডস কেন্দ্রিক এই হান্ড্রেড দলের টুর্নামেন্তের দলের প্রধান কোচ হবার প্রস্তাব পাওয়ায় আমি অত্যন্ত নন্দিত ও গর্বিত। নতুন ধরণের এই টুর্নামেন্টের দলের সাথে কোচ হিসেবে কাজ করতে পেরে ও আধুনিক ধরণের খেলোয়াড়দের সঙ্গে কাজ করাটা সত্যিই বেশ উপভোগ্য হবে বলে আমি মনে করি। আমি মুখিয়ে রয়েছি এই চ্যালেঞ্জটা নিতে। আইপিএলের মত নজর কেড়েছে দ্য হান্ড্রেড টুর্নামেন্টটি। এটা আমার বেশ মনে ধরেছে।’
উল্লেখ্য, প্রথমবারের মত আইসিসির পক্ষ থেকে অনুমদন দেয়া হয়েছে ১০০ বলের এই ক্রিকেটকে। যেখানে প্রতি ইনিংসে একটি দল মোকাবেলা করবে ১০০টি করে বল।