https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে আবু জায়েদ রাহীকে দেখে আম ক্রিকেট ভক্তরা তো বটেই বিশ্বের সব ক্রিকেট বোদ্ধারা পর্যন্ত অবাক হয়েছিলেন। ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে রাহীই ছিলেন একমাত্র ক্রিকেটার যার তখনও ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়নি। লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে গতির ঝলক দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলেন টেস্ট। সাদা পোশাকের ওই ক্রিকেটে নিজেকে মেলে ধরার পুরস্কার হিসেবেই রাহী পান বিশ্বকাপ স্কোয়াডে দাক।
এদিকে নিজেদের বিশ্বকাপ মিশনের আগে আয়ারল্যান্ডের মাটিতে উইন্ডজ এবং স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। সিরিজের মাঝ পথেই অবশ্য গুঞ্জন রটেছিল রাহী নয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ। তবে সেই বাদ পড়ার চাপ সামলে নিজেকে উজার করে দিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে একাই শিকার করেছেন ৫ উইকেট। ৫ উইকেট শিকারের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিশেষ ধন্যবাদ দিয়েছেন কোচ কোর্টনি ওয়ালশকে।
রাহীর ভাষ্য, ‘কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর প্রতি। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। আমাকে সমর্থন জুগিয়েছেন মাশরাফি ভাই। বিশেষ ধন্যবাদ ওয়ালশকে। আমাদেরকে নিয়ে ওয়ালশ কাজ করেছেন। ম্যাচটা উপভোগ করেছি আমি।’