কোচ-অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান করছি: সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিষেধাজ্ঞা শেষে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। তবে তার ফেরার ম্যাচে বোলার সাকিবকে নিয়ে কোন সন্দেহ ছিল না, তবে ব্যাটসম্যান সাকিবকে আগের রূপে দেখা যায়নি। দীর্ঘদিন পর এসেই আবারো ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়েছে তার। যদিও ক্যারিয়ারের শুরু থেকেই বাংলাদেশ দলের পাঁচ নম্বর পজিশনেই বেশিই ব্যাটিং করেছেন সাকিব, কখনো চারে বা কখনো তিনে।

বিশ্বকাপে নজর কাড়া পারফরমেন্স করার পরেও টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা অধিনায়ক কেউ সাকিবকে তিনে খেলাবে না। সাকিব খেলবেন চারে, ভবিষ্যতের কথা মাথায় রেখে তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত। এতে সাকিবের আক্ষেপ নেই বরং দলীয় সিদ্ধান্তকে সম্মান করেন। ব্যক্তিগত অর্জনের থেকে দলীয় সিদ্ধান্তটাই যে তাঁর কাছে বড়।

ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাকিব বলেন,”দেখুন, কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা খেলোয়াড় হিসেবে আমাকে সম্মান করতে হবে। আমি মানি বা না মানি সেটা বড় কথা না। সব সময় আমি দলের হয়ে খেলার চেষ্টা করি। আমার কাছে ব্যক্তিগত অর্জনের থেকে দলগত অর্জন সব সময়ই বড় মনে হয়।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চার নম্বরে নেমে ১৯ রান করেন সাকিব। যদিও বল হাতে যথারিতি সাকিব ছিলেন দুর্দান্ত। ৭.২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৮ রান খরচায় নিয়েছেন ৪ টি উইকেট। একই সঙ্গে পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কারও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »