https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে যতগুলো দল খেলছে তাদের মধ্যে ফেভারিটদের একটি হলো ভারত। ভারতকে সকলে চ্যাম্পিয়নের ক্যাটাগরিতে রেখেছিলেন। কেনই বা রাখবে না ভারতের আছে ভালো পেস ও স্পিন অ্যাটাক। আর রয়েছে দুর্দান্ত কিছু ব্যাটসম্যান যেমন: রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া এরা একেকটজন গেইম চেঞ্জার। এরা একেকটা ম্যাচ মুহূর্তে বদলে দেয়ার ক্ষমতা রাখেন। আর ভারতের বোলিং লাইনে রয়েছেন জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, কুলদীপ যাদবের মতো খেলোয়াড়েরা। তাহলে এদের কে নিয়ে কেই বা আশা করবে না? সকলেরই প্রত্যাশা থাকে ভারত ভালো করবে। হ্যাঁ প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপ শুরু করেছিলো ভারত এবং রাউন্ড রবিন লীগে ১০ দলের মধ্যে শীর্ষে থেকে বিশ্বকাপের সেমি ফাইনালে যায় ভারত। কিন্তু সেমিতে আটকা পড়ে যায় ভারতের এবারের বিশ্বকাপ যাত্রা। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। তাই হোক দেখে নেয়া যাক কেমন ছিলো এবারের বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স:
ম্যাচ: ১০
জয়: ৭
হার: ২
ড্র: ০
কোনো ফলাফল হয়নি: ১
লীগ পর্বে পয়েন্ট: ১৫
দলীয় সর্বোচ্চ: ৩৫২/৫, অষ্ট্রেলিয়ার বিপক্ষে, ওভালে ( ৯ জুন ২০১৯ )
দলীয় সর্বনিম্ন: ২২১/১০, নিউজিল্যান্ডের বিপক্ষে, ম্যানচেস্টারে ( ৯ জুলাই ২০১৯ )
ম্যাচ সমষ্টি: সর্বোচ্চ: ৬৬৮, অষ্ট্রেলিয়ার বিপক্ষে, উইকেট: ১৫, ওভার: ১০০, ওভালে ( ৯ জুন ২০১৯ )
সর্বনিম্ন: ৪১১, ওয়েষ্টার্ন ইন্ডিজের বিপক্ষে, উইকেট: ১৭, ওভার: ৮৪.২ ম্যানচেস্টারে ( ২৭শে জুন ২০১৯ )
সর্বোচ্চ জয়: রানে: ১২৫ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ম্যানচেস্টারে ( ২৭শে জুন ২০১৯ )
উইকেটে: ৭ উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে, দিবসে, ( ৬ জুলাই ২০১৯ )
সর্বোচ্চ অতিরিক্ত রান: ১৬ রান, নিউজিল্যান্ডের বিপক্ষে , ম্যানচেস্টারে ( ৯ জুলাই ২০১৯ )
ভারতের এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা ব্যাটসম্যান ছিলেন ওপেনার রোহিত শর্মা। শুধু ভারতের বললে ভুল হবে সবমিলিয়ে রোহিত শর্মা এখনো সবার উপরে রয়েছেন। চলুন দেখে নেয়া যাক রোহিত শর্মার বিশ্বকাপ পারফরম্যান্স:
ম্যাচ: ৯
ইনিংস: ৯
নট আউট: ১
রান: ৬৪৮
সর্বোচ্চ: ১৪০
গড়: ৮১.০০
স্ট্রাইক রেট: ৯৮.৩৩
হাফ সেঞ্চুরি: ১
সেঞ্চুরি: ৫
ডাক: ০
বাউন্ডারি: ৬৭
ওভার বাউন্ডারি: ১৪
এবারের বিশ্বকাপে ভারতের বোলিংয়ে সেরা বোলার ছিলেন জনপ্রিয় বুমরাহ। চলুন দেখে নেয়া যাক কেমন ছিলো জনপ্রিয় বুমরাহর বোলিং পারফরম্যান্স:
ম্যাচ: ৯
ইনিংস: ৯
ওভার: ৮৪
মেইডেন: ৯
রান: ৩৭১
উইকেট: ১৮
সেরা বোলিং ফিগার: ৪/৫৫
গড়: ২০.৬১
ইকোনমি: ৪.৪১
স্ট্রাইক রেট: ২৮.০
৫ উইকেট: ০
এবারের বিশ্বকাপে অন্যতম টপ ফেভারিট একটি দল ছিলো ভারত। তবে সেমিতে গিয়ে নিউজিল্যান্ডের কাছে বাঁধা পড়তে হয় ভারতের। তবে ভারতকে নিয়ে অনেক তর।কিন্তু বিতর্ক থাকলেও দুর্দান্ত বিশ্বকাপ পাড় করেছে ভারত তার মানতেই হবে। আগামী ২০২৩ বিশ্বকাপ হবে ভারতে সেখানে তাদের মাটিতে তারা হট ফেভারিট। এইবছরের বিশ্বকাপ থেকে পরের বিশ্বকাপে অনেকেই হয়তো থাকবে না যদি বিশেষ করে কারো নাম বলতে হয় তবে বলতে হবে মহেন্দ্র সিং ধোনির কথা। ধোনির মাস্টার প্ল্যানিং ডিসিশন মিস করবে সকলে।
-নাসিফুল হাসান সৌমিক