কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সরফরাজ-রিয়াজ-আমিরের মতো সিনিয়ররা

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস মহামারির কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাতীয় দলের ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করতে যাচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী এই তালিকা থেকে বাড় পড়তে যাচ্ছেন জাতীয় দলের সিনিয় কয়েকজন ক্রিকেটার।  এদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটারা।

বুধবার (মে ১৩) পিসিবি’র কেন্দ্রীয় চুক্তির জন্য নতুন তালিকা করা হবে। মূলত টেস্টের প্রতি নজন দিতে আর নতুনদের সুযোগ করে দিতেই সিনিয়রদের বাদ দেওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

পিসিবি’র একটু সুত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘পিটিআই’ বলছে, জাতীয় দলের হেড কোচ ও পিসিবির প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক এবং বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নতুন তালিকা ইতিমধ্যে বোর্ড চেয়ারম্যান এহসান মানির কাছে পাঠিয়ে দিয়েছেন।

পিটিআই আরও বলছে, চুক্তিতে নতুন অন্তভূক্ত হতে যাচ্ছেন তরুণ ক্রিকেটার নাসিম শাহ, আবিদ আলী এবং মোহাম্মদ হাসনাইন। ধারনা করা হচ্ছে চুক্তি থেকে আরও বাদ পড়তে পারেন ফখর জামান, উসমান শিনওয়ারি এবং হাসান আলীও।

 

বাংলাদেশ সময়: ০৪:৫৫ পিএম

নিউজক্রিকেট২৪/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »