ক্রীড়া প্রতিবেদক »
সম্প্রতি সাদা বলের দলে জায়গা হারানোর পর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের উদ্ভোধনী ব্যাটার মার্টিন গাফটিল। এর আগেও বেশ কিছু কিউই ক্রিকেটার চুক্তি থেকে বাদ পড়েন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে আরেক ব্যাটার ফিন এলেনের সুযোগপ্রাপ্তিতে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি গাফটিল। পরবর্তীতে ভারতের সাথে ওডিয়াই সিরিজে দল থেকে বাদ পড়েন তিনি।
গাফটিল এখনো জাতীয় দল থেকে অবসর নেননি। জাতীয় দলে খেলার আশাবাদী গাফটিল বলেন, ‘ আমার দেশের হয়ে বিশাল সম্মানের বিষয়। আমি ব্ল্যাকক্যাপস এবং এনজেডসি-র সকলের কাছে কৃতজ্ঞ।