কেন চিটাগং ভাইকিংসের মালিকানা নিচ্ছেন না আকরাম-নাছির?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আগামী আসরে চিটাগং ভাইকিংস থাকছে না আগের মালিকানায় সেটা পুরনো খবরই বটে। তবে কার হাতে যাচ্ছে দলটির মালিকানা সেটা সৃষ্টি হয়েছিল কিছুটা ধোঁয়াশা। গুঞ্জন উঠেছিল বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির মিলে নিয়ে নিতে পারেন ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা। সাথে রাখা হতে পারে প্রধান নির্বাচক মিনজাউল আবেদিন নান্নুকেও। তবে সেই গুঞ্জন কেবল গুঞ্জনই রয়ে গেল।

নতুন মালিকানার জন্য বিসিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। যেখানে তিনটি কোম্পানি মালিকানা নেয়ার ব্যাপারে আগ্রহও দেখিয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কি কারণে মালিকানা নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন আকরাম খান ও আ জ ম নাছির সেটা জানা গেল এখন।

দেশের অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজকে আকরাম খান বলেন, ‘কোটি টাকা খরচ করে তো আমার পক্ষে দল গঠন করা সম্ভব না। আমি চেয়েছিলাম নাছির ভাইকে (আ জ ম নাছির) প্রধান পৃষ্টপোষোক ও চিফ ডোনার করে দল গঠন করতে। ব্যস্ততার জন্য তিনি সময় দিতে পারবেন না। বাধ্য হয়েই তাই ফ্র্যাঞ্চাইজি হবার ইচ্ছে থেকে সরে এসেছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »