কেন অবহেলিত বাংলার এই ক্রাইসিসম্যান?

দুর্জয় দাশ গুপ্ত »

এশিয়া কাপে কেমন হবে বাংলার স্কোয়াড, এমন জল্পনাকল্পনা চলছিলো বেশ কিছুদিন ধরেই। কে হবেন টাইগারদের নম্বর সেভেন? অনেকেই এগিয়ে রেখেছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে সকাল সাড়ে নয়টায় বিসিবির সংবাদ সম্মেলন। টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাকিব, লিটন, মুশফিক, আফিফ, তাসকিন… একে একে পড়লেন ১৭ জন ক্রিকেটারের নাম। কিন্তু প্রধান নির্বাচকের মুখে শোনা গেল না বাংলার ক্রিকেটের ক্রাইসিসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের নাম। অর্থাৎ এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্তান কেউই তাকে দল চাননি। বরং তাঁর জায়গায় তাদের পছন্দ ব্যাটিংয়ের পাশাপাশি মোটামুটি ভালো বল করতে পারবে এমন কেউ।

বাংলাদেশের গত তিনটা সিরিজে ছিলেন না রিয়াদ। তবে এশিয়া কাপের আগে আবারো পুনরায় নিজেকে ঝালিয়ে নিতে হোম অফ ক্রিকেটে ফিরেছিলেন রিয়াদ। দলের সাথে যোগ দিয়ে করেছেন মেডিকেল ক্যাম্প ও স্কিল ক্যাম্প। অনেকেই ধরে নিয়েছিলেন এশিয়া কাপ দিয়েই হয়তো আবারো দলে ফিরতে যাচ্ছেন তিনি। কিন্তু সবই হলো, তাঁর আর দলে ফেরা হলো না।

রিয়াদকে বাদ দিয়ে নির্বাচকদের পছন্দের তালিকায় আফিফ হোসন, শামীম পাটোয়ারী, শেখ মাহেদী হাসানেরা। এ তিনজনই দলের প্রয়োজনে নিবেদিত প্রাণ। কিন্তু তারা কি আসলেই রিয়াদের চেয়ে ভালো চয়েজ? সবশেষ আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন আফিফ। দুটো ম্যাচে সুযোগ পেয়ে করেছেন মোটে ৪ রান। একটায় আবার গোল্ডেন ডাক। অন্যদিকে শামীম পাটোয়ারী এখনো ওডিআই ক্রিকেটে নিজের জানান দেননি। টি-টোয়েন্টি সিরিজটায় ভালোই চলছে তাঁর ব্যাট। কিন্তু প্রধান নির্বাচক যে বললেন ব্যাটিংয়ের পাশাপাশি ভালো বল করাটাকেও প্রাধান্য দিয়েছেন, সেক্ষেত্রে শামীমকে কি আমরা এশিয়া কাপে বল করতেও দেখবো? আসলে মিনহাজুল আবেদীন নান্নু ক্যামেরার সামনে ঠিকঠাক অজুহাতটা দিতে পারছিলেন না। কারণ এ বড় এক সিদ্ধান্ত নিতে গিয়ে তাকেও বেশ বেগ পেতে হয়েছে।

একটা কথাই বারবার বললেন নান্নু, অধিনায়ক ও কোচের চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেটা অবশ্যই উচিত। কিন্তু রিয়াদের হয়তো এ জায়গাটাতেই সবচেয়ে বেশি খারাপ লাগবে। এত এত বছর ধরে নিজের দেশকে সার্ভিস দিচ্ছেন, এত এত বিপদ সামাল দিয়ে লড়ে গিয়েছেন তিনিই এখন কোচ আর অধিনায়কের চাওয়ার বাইরে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »