নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাঠ কিংবা মাঠের বাইরে কথার খই ফুটাতে পটু সাবেক ভারতীয় ওপেনার ভিরেন্দর শেহবাগ। ব্যাটিংয়ের মতো তার কথাবার্তাতেও আক্রমনাত্মক মনোভাবের ছাপ প্রায়শই চোখে পড়ে সকলের। এবারে তিনি আঙুল তুলেছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডের দিকে। আপাতত ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে বহাল রয়েছেন সাবেক ভারতীয় টেষ্ট ক্রিকেটার এমএসকে প্রসাদ। দেশের সর্বসাকুল্যে মাত্র ১৩ টি টেষ্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই উইকেট-রক্ষক ব্যাটসম্যানের। এই জায়গাটাই পোড়াচ্ছে শেহবাগকে। এতো কম আন্তর্জাতিক ম্যাচ খেলা একজনকে প্রধান নির্বাচকের পদে রাখাটা কতটা যুক্তিপূর্ণ সিদ্ধান্ত তা নিয়ে যথেষ্ট সন্ধিহান তিনি। এই প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ আমি প্রসাদের চাইতে কুম্বলেকে এই পদে এগিয়ে রাখবো কারন তার (কুম্বলে) পূর্বে ভারতীয় দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি জানেন কোন ম্যাচে কাকে একাদশে রাখলে সাফল্য পাওয়া যাবে। আর দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় এই পদের জন্য তিনি একজন যোগ্য মানুষ।
তবে প্রসাদের বেতনের অংকটা মাত্র এককোটি রূপী। যেটাতে কুম্বলের মতো কেউ দায়িত্ব নিবেন কিনা সেটাও ভাবাচ্ছে শেহবাগকে। তিনি (শেহবাগ) আরো বলেন, অনেকেই মনে করেন নির্বাচকের পদে থাকলে তিনি তার নিজস্ব একাডেমি চালাতে পারবেন যেটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা বলে তার অভিমত। এখন দেখার বিষয় শেহবাগের কথায় কি কর্ণপাত করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নাকি তারা নিজেদের পথেই হাটবে….
———–বিপ্রতীপ দাস