মারুফ ইসলাম ইফতি »
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় রীতিমত রংপুর রেঞ্জার্সকে বিধ্বস্ত করেছে কুমিল্লা
ওয়ারিয়ার্স। দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ওয়ারিয়ার্সের অধিনায়ক দাসুন সানাকা।দলীয় রানের খাতা খোলার আগে ইয়াসির আলীর উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে কুমিল্লা ওয়ারিয়ার্স।এরপর সৌম্য সরকার ও রাজাপাক্সা প্রাথমিক বিপদ সামাল দেন ৪১ রানের জুটি করে।দলীয় ৪১ রানে সৌম্য সরকার ও দলীয় ৪৭ রানে রাজাপাক্সার উইকেট হারিয়ে আবারো ধাক্কা কুমিল্লা ওয়ারিয়ার্স শিবিরে।এরপর দলীয় ৮৫ রানের মাথায় সাব্বির রহমান ও ডেভিড মালানের উইকেট হারিয়ে অনেকটা ব্যাকফুটে চলে যায় কুমিল্লা ওয়ারিয়ার্স। দলীয় এই বিপর্যয়ের মুখে দলের ত্রাতা হিসেবে উইকেটে আবির্ভাব হয় দলীয় অধিনায়ক দাসুন সানাকার।এরপরের গল্পটা শুধুই দাসুন সানাকার।রীতিমত ইনিংস শেষের আগ পর্যন্ত রংপুর রেঞ্জার্স এর বোলারদের তুলোধোনা করে মাত্র ৩১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।যার কল্যানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা ওয়ারিয়ার্স।
১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুমিল্লা ওয়ারিয়ার্সের বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি রংপুর রেঞ্জার্স এর ব্যাটসম্যানরা।মাত্র ১৪ ওভার উইকেটে থেকে ৬৮ রান তুলতেই অলআউট হয়ে যায় রংপুর রেঞ্জার্স।যার ফলে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় রংপুর রেঞ্জার্সকে।দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান আসে নাইম শেখের ব্যাট থেকে।কুমিল্লার হয়ে আল আমিন ৩টি এবং সৌম্য সরকার ও সানজামুল ২ টি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ওয়ারিয়ার্স: ১৭৩-৭ (২০)
সানাকা ৭৫* সৌম্য ২৬ মালান ২৫
সঞ্জিত: ৪-০-২৬-২ এবং মোস্তাফিজ:৪-০-৩৭-২
রংপুর রেঞ্জার্স: ৬৮-১০ (১৪)
নাইম শেখ ১৭ শেহজাদ ১৩
আল আমিন ৩-০-১৪-৩
ফলাফল: কুমিল্লা ওয়ারিয়ার্স ১০৫ রানে জয়ী।
ম্যাচসেরা: দাসুন সানাকা