https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ওপেনিং পার্টি। খুব বেশি জমকালো অনুষ্ঠান উপহার দিতে পারেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তা দর্শকদের জানা হয়ে গেছে আগেই। মাত্র ১ ঘণ্টার অনুষ্ঠানে কি-ই বা করার থাকে।
তবে এত সাদামাটা অনুষ্ঠানের মধ্যেও ছিল ভিন্নতা। অংশগ্রহণকারী ১০ দেশ থেকে নেয়া সেলিব্রেটি ও সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় ৬০ সেকেন্ডের চ্যালেঞ্জ গেম। কী কী ছিল সেই গেমে এবার একটু দেখে নেয়া যাক।
বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দেশ থেকে দুইজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন এই চ্যালেঞ্জে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক ও চলচিত্র অভিনেত্রী জয়া আহসান। ভারত থেকে অংশ নেন সাবেক স্পিনার অনিল কুম্বলে ও অভিনেতা ফারহান কোরেশি। অন্যদিকে পাকিস্তানের হয়ে দেখা গিয়েছিল নোবেল জয়ী মালালা ইউসুফ জাই ও সাবেক ক্রিকেটার আজাহার আলিকে। ক্যারিবিয়ানদের হয়ে সেখানে উপস্থিত ছিলেন ভিভ রিচার্ডসন ও স্প্রিন্টার ইয়োহান ব্ল্যাক। ৬০ সেকেন্ডের এই চ্যালেঞ্জে প্রতিটি দেশের প্রতিনিধিত্বকারী দুইজনকে দেয়া হয় ব্যাটিং করতে।
যেখানে ৬০ সেকেন্ড ব্যাট করে বাংলাদেশের আব্দুর রাজ্জাক ও জয়া আহসান করেন ২২ রান। তবে জয়ী হয় ইংল্যান্ড। পিটারসেনের দল করে সর্বোচ্চ ৭৪ রান।