কিউইদের বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেলেন হার্দিক

সাজিদা জেসমিন »

হার্দিক পান্ডিয়া সার্জারির কারণে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। ২৬বছর বয়সী এই ক্রিকেটার গত অক্টোবরের ৫তারিখে ক্রোনিক সমস্যার কারণে সার্জারী করিয়েছেন। যদিওবা নিউজিল্যান্ড সিরিজে ফিরে আাসার আশা বাঁচিয়ে রাখেন। বর্তমানে তিনি এনসিএর অধীনে রিহ্যাভিলেশনে ব্যস্ত।

 

হার্দিক সম্প্রতি চলমান সিরিজের জন্য দেওয়া ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে বিজয় শঙ্করকে দলে নেওয়া হয়েছে। আসন্ন আইপিএল, টি-২০ ওয়ার্ল্ডকাপকে লক্ষ রেখে অস্ত্রোপচারটি করা জরুরি এমন মন্তব্য করেছিলেন হার্দিক।

গত ডিসেম্বরে হার্দিক গণমাধ্যমে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভবিষ্যতের কথা ভেবে আমার এখন সার্জারিটি করা প্রয়োজন। কেনোনা এখনি উপযুক্ত সময়। এখন চার মাস বিশ্রাম নিলেও আমি নিউজিল্যান্ড সিরিজের পর পুরোপুরি ফিট থাকবো।’

‘আমার লক্ষ্য সামনের আইপিএলের আসর। পাশাপাশি আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ও নিজেকে প্রস্তুত রাখতে চাই’ – হার্দিক যোগ করেন।

হার্দিক বিগত ৫ বছর যাবৎ ইনজুরি নিয়ে ভুগছেন। যে কারণে ২০১৮ এশিয়া কাপে ইনজুরির গাঢ়ত্ব বাড়ায় বেশ কিছু সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »