নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসের ২৪ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারত সিরিজ। এরই মাঝে একের পর এক দুঃসংবাদ বয়ে চলেছে কিউই শিবিরে। দলের মূল ক্রিকেটারদের সিংহভাগই আছেন ইঞ্জুরিতে। বোল্ট-উইলিয়ামসনদের নতুন সঙ্গী টম লাথাম।
২৪ জানুয়ারি শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের শর্টার ভার্সনের সিরিজে পাওয়া যাবে না দলের অভিজ্ঞ ক্রিকেটার টম লাথামকে। তবে চোট কাটিয়ে উঠলে ওয়ানডে সিরিজে মাঠে নামার প্রত্যাশা লাথামের। লাথামের ইঞ্জুরির এ খবর নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক ক্রিকেট ম্যাগাজিন ‘দ্যা ক্রিকেটার’।
নিউজিল্যান্ডের ইঞ্জুরি তালিকায় যুক্ত হওয়া সর্বশেষ নাম লাথাম ডান সামান্য হাতের আঙুলের ফ্র্যাকচারে ভোগছেন। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ দিন চোট পেয়েছিলেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে এই কিউই ব্যাটসম্যানের।
ব্ল্যাকক্যাপসের চিকিত্সা কক্ষে বর্তমানে লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরিও রয়েছেন। অস্ট্রেলিয়া সফরকালে ক্যান উইলিয়ামসন, হেনরি নিকোলস এবং মিচেল স্যান্টনার অসুস্থতার সাথে লড়াই করেছেন।
বর্তমানে ব্ল্যাকক্যাপসদের পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরি। এছাড়াও অসুস্থতার সঙ্গে লড়াই করছেন অধিনায়ক কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস এবং মিচেল স্যান্টনার।
উল্লেখ্য; আগামী সপ্তাহে ভারত সফরের জন্য নিজেদের টি-টোয়েন্টি দল ঘোষণা করবে নিউজিল্যান্ড। একঝাঁক তারকা ক্রিকেটারের ছিটকে যাওয়া, মূলত কিউই কোচ তথা দল নির্বাচনেও মাথা খাটুনিই বাড়িয়েছে।