https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সুযোগের অপেক্ষায় থাকা তাসকিন হয়তো কখনো এটা চাইবেন না যে মাশরাফি ইঞ্জুরিতে পড়বে এবং সে দলে জায়গা পাবে। কিন্তু মিরাকল ঘটেছে সেখানেই! মাশরাফির যায়গায় তাসকিন বিষয়টা কি তাহলে- তাসকিনের সৌভাগ্য না মাশরাফির দুর্ভাগ্য বলতে হয়?
মাশরাফির ক্যারিয়ারের বেশি সময় এই ইঞ্জুরির সাথে লড়াই করেই সে টিকে ছিলো। কখনো হাল ছাড়েনি মাশরাফি, কারন মাশরাফি শত বাধার পর সামনে এগুতে জানে । মাশরাফি চ্যালেঞ্জ নিতে জানেন।
অন্যদিকে তাসকিন ইঞ্জুরিতে ছিটকে যাওয়ার পর থেকে দলে আসার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন নিজেকে তুলে ধরার জন্য। এই তাসকিনও প্রতিনিয়ত ইঞ্জুরির সাথে যুদ্ধ করে টিকে আছেন এখনো।
শ্রীলঙ্কা সিরিজের প্রথম অঘটন ছিলো মাশরাফির ইঞ্জুরি তারপর কিছু সময় পরে শুনা যায় সাইফউদ্দিনও পড়েছেন ইঞ্জুরির কবলে।
যাইহোক সাইফ উদ্দিনের ইঞ্জুরিতে কপাল খুলছে শেষ ডিপিএলে অলরাউন্ডার পারফর্মেন্সে সবাইকে তাক লাগিয়ে দেয়া ফরহাদ রেজার।
জাতীয় দলে অভিষেক হওয়ার পর কখনো নিয়মিত হতে পারেনি এই ফাস্ট বোলিং অল-রাউন্ডার শেষবার আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে দলে থাকলেও রয়ে গেছেন সাইড ব্যাঞ্চেই। সাইফ উদ্দিনের ইঞ্জুরিরতে নিজেকে প্রমাণ করার সুযোগ এসেছে ফরহাদ রেজার হাতে।
হয়তো মাশরাফির যায়গা তাসকিন দিয়ে পূরণ হবার না তবুও মাশরাফি তো আর চিরদিন বাংলাদেশ দলে থাকবেনা তাসকিনরাই হবে আগামির মাশরাফি ওদের হাতেই আগামির ক্রিকেট। সাইফুদ্দিনের স্থানে ফরহাদ রেজাও হতে পারেন শ্রীলঙ্কা সিরিজে তুরুপের তাস।
-রনি হাসান