কার বিরুদ্ধে বল করা কঠিন, লারা নাকি শচীন? – জানালেন ম্যাকগ্রা

নিউজ ডেস্ক »

খেলোয়াড়ি জীবনে শচীন টেন্ডুলকার এবং ব্রায়ান লারা উভয়ের বিপক্ষে বল করেছেন গ্লেন ম্যাকগ্রা। তবে এদের মধ্যে কে সবথেকে কঠিন ছিলো বল করার জন্য এমন প্রশ্নের উত্তরে দুজনকেই কঠিন মানলেও একটু এগিয়ে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা’কে।

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্লেন ম্যাকগ্রা বলেন, ‘এটি (শচীন-লারা’র মাঝে একজনকে বাছাই করা) একটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমার অভিজ্ঞতা মতে আমি লারাকে কিছুটা এগিয়ে রাখতে চাই।’

তবে তিনি তার জীবনের স্বপ্নের হ্যাট্রিকের জন্য ৩জন ব্যাটসম্যানকে আউট করতে পছন্দ করবেন। শচীন লারা ব্যাতিত আরও একজন ব্যাটসম্যান আছেন তার এই সেরা ত্রয়ীর তালিকায়। ম্যাকগ্রা জানান, ‘আমার জীবনের স্বপ্নের হ্যাট্রিকের তালিকায় আছেন (ব্রায়ান) লারা, শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়।’

এসময় তাকে বর্তমানের একজন পেসারকে বেছে নিতে বললে তিনি তার স্বদেশী পেসার প্যাট কমিন্সকে বেছে নেন। টেস্ট র‌্যাঙ্কিংয়ে কামিন্স বিশ্বের এক নম্বর বোলার এবং দীর্ঘকাল ধরে অস্ট্রেলিয়ার হয়ে বেশ সফল বোলারদের একজন। যদিও তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন ইনজুরির ঝুঁকির মধ্যে দিয়ে। তবুও কামিন্স পুনরুত্থানের পথে চলেছেন। অবিচ্ছিন্ন ধারাবাহিকতার সাথে পুনর্গঠিত হয়ে নতুন শক্তি নিয়ে বোলিং করেছেন।

এ বিষয়ে ম্যাকগ্রা বলেন,  ‘(কমিন্স) বিশ্বের সবচেয়ে নিখুঁত বোলার হিসেবেই এসেছিলেন। তিনি যেভাবে বল করেন সেটাই আমার পছন্দ হয়।’

 

নিউজ ক্রিকেট / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »