কাপ্তানের ব্যাটে চড়ে রাজশাহীর সহজ জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জেমকন খুলনাকে ৬ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেলো মিনিস্টার গ্রুপ রাজশাহী।

১৪৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে ইমন আউট হলেও অধিনায়ক শান্ত ও রনি তালুকদারের ৪৭ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। ৩ ছক্কা ও ৬ চারে ৩৪ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসে দলের জয় সহজ করে দেয় শান্ত। পর পর দুই ওভারে রিশাদের বলে রনি ও শান্ত ফিরলেও আশরাফুল-রাব্বীর ব্যাটে ১৬ বল হাতে রেখেই সহজ জয় পায় রাজশাহী। শেষদিকে রাব্বী ফিরলেও দলের জয় পেতে কোনো বেগ পেতে হয়নি।

এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে জেমকন খুলনা। মাত্র ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। তবে আগের ম্যাচের হিরো আরিফুল হক ও শামিম হোসেনের ব্যাটে আবারো চাপ কাটিয়ে ভালো সংগ্রহ করে খুলনা। শামিম ২৫ বলে ৩৫ রানে আউট হলেও আরিফুল অপরাজিত থাকেন ৩১ বলে ৪১ রানে। শেষদিকে ১২ বলে ১৭ রানের ক্যামিও উপহার দেন শহিদুল। রাজশাহীর পক্ষে মুকিদুল ২ টি, এবাদত, সানি ও মাহেদি নেন ১ টি করে উইকেট।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা দুই জয় তুলে নিলো মিনিস্টার গ্রুপ রাজশাহী। অপরদিকে প্রথম ম্যাচে জয়ের পর আজ রাজশাহীর কাছে ৬ উইকেটে হারে জেমকম খুলনা।

সংক্ষিপ্ত স্কোরঃ জেমকন খুলনা ১৪৬/৬
আরিফুল ৪১, শামিম ৩৫
মুকিদুল ৪৪/২

মিনিস্টার গ্রুপ রাজশাহী ১৪৭/৪
শান্ত ৫৫, আশরাফুল ২৫*, রাব্বী ২৪, রনি ২৬
আলআমিন ১৩/১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »