নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ এশিয়া কাপের আগে দীর্ঘদিন পর দলে ডাক পান সাব্বির রহমান। তবে নিজেকে মেলে ধরতে পারেননি। বিশ্বকাপের দলেও ছিলেন। বাদ পড়ে যান শেষ মুহূর্তে এসে। বাদ পড়ার পরই দেশের বিমান ধরেন সাব্বির।
দেশে ফিরেই বাজে পরিস্থিতির মুখোমুখি হন এই তারকা। রবিবার সকালেই জাতীয় এক দৈনিকের রিপোর্টের মাধ্যমে জানা যায় সাব্বির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের অনুগ্রহে দলে ঢুকেছিলেন সাব্বির।
এ নিয়েই গতকাল নিজের ফেসবুক লাইভে এসে বিষয়টি পরিষ্কার করেছেন এ ব্যাটিং অলরাউন্ডার। বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন কাউকে ধরে জাতীয় দলে ঢুকতে পারলে তিন বছর আগেই দলে আসতেন তিনি।
এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘আমি যদি ম্যানেজেমেন্টের কারও সঙ্গে কথা বলে জাতীয় দলে ঢুকি তাহলে তিন বছর আগেই ঢুকতাম, এখন ঢুকতাম না। ঢাকা প্রিমিয়ার লিগ ভালো খেলেছি, বাংলাদেশ ‘এ’ দলে ভালো খেলেছি, যেটা বললাম আপনাদের বললাম। সে কারণেই কিন্তু আমি জাতীয় দলে ডাক পেয়েছি, তিন বছর পরে।’
মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাব্বির। বানোয়াট সংবাদ প্রকাশের জন্য আইনি ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন এ ব্যাটার।
সাব্বির বলেন, ‘দিনশেষে কিন্তু আমার পরিবার এসব নিউজ পড়ে এবং দেখে। ওরা কষ্ট পায়। তো আমি এটার ব্যবস্থা নেবো। ইনশাআল্লাহ সঠিক একটা ব্যবস্থা নেবো উনাদের বিরুদ্ধে, সমকালের বিরুদ্ধে। অবশ্যই নেবো।’