নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনালে আজ কলম্বিয়াকে ০-১ গোলের ব্যবধানে হারিয়ে টানা ২য় বারের মতো শিরোপা জিতলো আর্জেন্টিনা। মেসি আঘাত পেয়ে মাঠ ছাড়লেও মার্তিনেজের গোলে অতিরিক্ত টাইমে গোল পেয়ে শেষ হাসি হাসে আর্জেন্টাইনরা।
মাঠের বাহিরের গন্ডগোলের জন্য নিরাপত্তাজনিত কারনে নির্ধারিত সময়ের অনেক পরে মাঠে গড়ায় ফাইনাল। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল শুণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোল পায়নি কোন দল। এরই মাঝে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মেসি। বলের দখল কলম্বিয়ার কাছে বেশি থাকার পাশাপাশি শর্টসও কলম্বিয়াই বেশি নেয়। তবে গোলের লক্ষ্যে শর্টস নেয় বেশি আর্জেন্টাইনরা। শেষ পর্যন্ত ম্যাচের ১১২ মিনিটের সময়ে মার্তিনেজের গোলে এগিয়ে যায় মেসি বাহিনী।
একের পর এক ফাউলের ম্যাচে দুই দলই ২টি করে হলুদ কার্ড পায়। তবে আর্জেন্টিনার ৮টি ফাউলের বিপরীতে ১৮টি ফাউল করে কলম্বিয়া।
মেসি মাঠ ছেড়ে যাওয়ার পর কান্নায় ভেঙ্গে পড়লেও শেষ হাসি হাসে আর্জেন্টাইনরাই। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন কিংবদন্তী ডি মারিয়া।