নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কলপ্যাক চুক্তি ক্রিকেটিও দেশ গুলোর জন্য যেন অভিশাপ। আফ্রিকার ক্ষেত্রে অভিশাপের পাল্লাটা যেন একটু বেশিই ভারী। এবছরের ফেব্রুয়ারিতে পেসার ডুয়েন ওলিভিয়ার কলপ্যাক চুক্তিতে আবদ্ধ হওয়ার পর এবছর দ্বিতীয় আফ্রিকান হিসেবে কলপ্যাক চুক্তিতে নাম লেখালেন হাশিম আমলা খেলবেন ইংলিশ কাউন্টির দল সারের হয়ে। এবছরের তৃতীয় চুক্তি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন তিনি। এর আগে এ বছর ডুয়েন ওলিভিয়ার ও মিগুয়েল কামিন্স কলপ্যাক চুক্তিতে আবদ্ধ হন।
কলপ্যাক চুক্তিতে নিউজিল্যান্ড, আফ্রিকা,জিম্বাবুয়ে ও উইন্ডিজের ক্রিকেটাররা বেশি যুক্ত হয় এর কারন হচ্ছে কলপ্যাকে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। ২০০৪ সাল থেকে শুরু হয় এই কলপ্যাক যুক্তি আর এই ১৫ বছরে মোট ৬৫ জন ক্রিকেটার এই কলপ্যাক চুক্তিতে আবদ্ধ হন যেখানে কি না দক্ষিন আফ্রিকারই ৪৫ জন। আর সে কারনেই কলপ্যাক চুক্তিকে আফ্রিকানরা নিজেদের জন্য অভিশাপ মনে করেন।
শন পোলক,চার্ল ল্যাঙ্গাভেল্ট, নেইল মেকেঞ্জির যুগ থেকে শুরু হয়ে রাইলি রুশো, কাইল অ্যাবট,ওলিভিয়ার পর্যন্ত চলে আসছে। এখন যুক্ত হচ্ছেন আফ্রিকান ওপেনার হাশিম আমলা। ইংলিশ কাউন্টির এবারের মৌসুমে সারে তাদের বেশ কিছু ক্রিকেটারকে নিয়মিত পাবেন না। ররি বার্নস, স্যাম কুরান ও ওলি পোপরা ব্যস্ত থাকবেন জাতীয় দলের হয়ে। ররি বার্নসের জায়গা পূরণ করতেই হাশিম আমলার সাথে কলপ্যাক চুক্তি করলো সারে। সারের দায়িত্বের ভার শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার কাধেঁ এছাড়া সেখানে পাবেন তার সাবেক সতীর্থ মরনে মরকেলকে।