নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১১টায় কলকাতায় পৌঁছান তিনি। ঐতিহাসিক টেস্ট ম্যাচের স্বাক্ষী হতেই কলকাতায় গেছেন প্রধানমন্ত্রী।
প্রথম বারের মতো বাংলাদেশ ও ভারত দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। টাইগাররা দু ম্যাচ টেস্ট সিরিজের একটি অর্থাৎ শেষ টেস্টটি দিবারাত্রির খেলতে যাচ্ছে আজ। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১ঃ৩০ মিনিট।
এ টেস্ট ম্যাচকে সামনে রেখে নানান উদ্যোগ নিয়ে ভারত। যার মধ্যে দু দেশের প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করা হয়। সম্প্রতি বিসিসিআই সভাপতি হিসেবে নির্বাচিত হন সৌরভ গাঙ্গুলি। তার পরেই বাংলাদেশের ভারত সফরে দিবারাত্রি টেস্ট ম্যাচটির আয়োজন করতে যাচ্ছেন তিনি।
গোলাপি বলে অনুষ্ঠিত হবে দিবারাত্রির টেস্ট ম্যাচটি। এ ম্যাচটি শুরু ঐতিহাসিক ইডেনের ঘন্টা বাজিয়ে। আর তা বাজাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী টেস্ট ম্যাচের প্রথমার্ধের খেলা দেখার পর হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফিরবেন। প্রধানমন্ত্রী প্রথম দিনের ম্যাচের পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন।
তার পর রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি রাত সাড়ে ১১টায় ঢাকায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।