ডেস্ক রিপোর্ট »
করোনার হানায় স্থগিত করা হয়েছে চলমান ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি ম্যাচ। দুই ক্রিকেট বোর্ডের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের আগ মূহুর্তে আফ্রিকা দলের একজন করোনায় আক্রান্ত হলে স্থগিত হয় প্রথম ওয়ানডে। এরপর খেলোয়াড়দের সুরক্ষার কথা চিন্তা করেই দুই বোর্ড সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।
প্রথম ওয়ানডের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে করোনার হানায় তিন বার পেছানো হয় প্রথম ওয়ানডের শিডিউল। খেলোয়াড় সহ কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয় আবারো, তবে শেষ পর্যন্ত স্থগিত করা হয় প্রথম ওয়ানডে৷ এরপর বাকি দুই ম্যাচের জন্য পুনরায় সূচি করা হলেও সোমবার (৭ ডিসেম্বর) দুই বোর্ডের আলোচনায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে সম্পূর্ণ সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) একটি চার্টার্ড ফ্লাইটে করোনা পরীক্ষা শেষে নিজ দেশে উড়াল দিবে ইংলিশরা। করোনার আঘাতের পরেও দক্ষিণ আফ্রিকা বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে সিরিজটি মাঠে গড়ানোর৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সম্মতি না দেওয়ায় দুই বোর্ডের আলোচনায় আপাতত বাতিল করা হয় এই সিরিজ।
একই সাথে পুনরায় সিরিজের বাকি ম্যাচগুলো হওয়া নিয়েও রয়েছে সংশয়। ঘরের মাঠে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থাকায় লম্বা সময় ব্যস্ত থাকবে প্রোটিয়ারা। আপাতত সিরিজটি খুব দ্রুত যে আর মাঠে গড়াচ্ছে না সেটি প্রায় নিশ্চিত।