নিউজ ডেস্ক »
ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের মাঠের আচরণে হয়তো অনেকেই প্রশ্ন তুলতে পারে। কিন্তু মাঠের বাইরে তিনি যেন এক অন্য ব্যাক্তি। প্রতিনিয়ত ভালো কাজ করে হচ্ছেন সংবাদের শিরোনাম। এবার আলোচনায় আসলেন তিনি তার বাড়ির পরিচারিকার মৃত্যুর শেষকৃত্য নিজেই সেরে।
পুরো বিশ্বের মতই ভারতেও করোনা ভাইরাস প্রভাব ফেলেছে অনেক। দেশটিতে ইতোমধ্যে ২৩ হাজার মানুষ আক্রান্ত। আর মারা গেছেন প্রায় ৭০০ জনের উপরে। এমন অবস্থায় ভারতে চলছে দীর্ঘ্য লকডাউন। এই পরিস্থিতিতে মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না৷ ঠিক এমন সময় মৃত্যু হলো গম্ভীরের বাড়ির পরিচারিকার। তিনি অনেকদিন ধরেই গম্ভীরের দিল্লির বাড়িটি দেখা শুনা করে আসছিলেন। লকডাউনের কারণ গম্ভীরের বাড়ির পরিচারিকা সরস্বতীর মৃত্যু হওয়ার পরেও ওডিশা থেকে দিল্লিতে আসতে পারেননি তার পরিবার।
তিনি অনেকদিন ধরেই ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তাকে কিছুদিন আগে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ মেষ তিনি মারা যান। আর এমন সময় তার পরিবারের কেউ আসতে না পারায় তার শেষকৃত্য সেরেছেন গম্ভীর নিজেই।
এই মানবিক কাজকে প্রশংসা করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি এক টুইটে বলেন, ‘সরস্বতীর অসুস্থতার সময় গম্ভীর নিজেই তার দেখবাল করেছেন। সে এমনকি মৃতদেহ নিজেইক সৎকার করেছে সরস্বতীর পরিবারের কেউ আসতে না পারায়। এই মানবিক কাজের জন্য সে প্রশংসা পাবে সবার।’
এই সব প্রসংশার টুইটে গম্ভীর জবাব দেন, ‘সে আমাদের পরিচালিকা না শুধু, আমাদের পরিবারের এক অংশ৷ তাই তার শেষকৃত্য করা আমার দায়িত্ব। জাত, ধর্ম সব শেষে সবাই সবার সাহায্য এগিয়ে আসবে। এভাবেই ভারত এগিয়ে যাবে।’
বাংলাদেশ সময়ঃ ৩.১০ পিএম।
নিউজক্রিকেট২৪/ আরআর