নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ (২১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও বরিশালের দুশ্চিন্তা বাড়িয়েছে দলে করোনার হানা দেওয়াই।
ম্যাচের আগে করোনায় আক্রান্ত হয়েছেন বরিশালের ৩ সদস্য। তারা হলেন- দলের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম, উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও ব্যাটার মুনিম শাহরিয়ার।
একইভাবে আইসোলেশনে আছেন সোহান ও মুনিম শাহরিয়ারও, যারা বরিশালের উদ্বোধনী ম্যাচের একাদশে নেই।
ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, সোহান করোনা পজিটিভ শনাক্ত হন গত ১৭ জানুয়ারি। ফাহিম ও মুনিমের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে ১৮ জানুয়ারি। তাদের আবারও করোনা পরীক্ষা করানো হবে। সেই পরীক্ষায়ও পজিটিভ এলে আইসোলেশন দীর্ঘায়িত হবে।