নিউজ ডেস্ক »
কারোনাভাইরাস পরীক্ষায় পোজিটিভ আসা বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করোনা নেগেটিভ হয়েছেন। গতকাল তিনি ল্যাব পরীক্ষা করান। সেখানে তার করোনা নেগেটিভ আসে।
পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে পাকিস্তান যাওয়ার জন্য রিয়াদ ব্যাক্তিগত ভাবে করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল রিয়াদকে অবাক করে পোজিটিভ আসে। রিয়াদের সাধারণ সর্দি আর বাকি কোনো উপসর্গ ছিলোনা।
এর একদিন পর রিয়াদ নিশ্চিত হতে আবারও পাকিস্তানের বিমান ধরার আগের দিন করোনা পরীক্ষা করান। এতেও ফলাফল পোজিটিভ আসে। ফলে তিনি পাকিস্তান সুপার লিগ পিএসএলে যেতে পারেননি। প্লে -অফে তার খেলার কথা ছিলো মুলতান সুলতানের হয়ে।
রিয়াদ এখন সুস্থ আছেন। তিনি আসন্ন বঙ্গবন্ধু টি-২০ লিগের প্রস্তুতির জন্য যেকোনো সময় অনুশীলন শুরু করতে পারেন। তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে। সেখানে তার সাথে আছেন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাকিব আল হাসান।
নিউজক্রিকেট/আরআর