https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ও আসন্ন ত্রিদেশীয় সিরিজকে কেন্দ্র করে ১৮ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবার কথা রয়েছে। তবে সেই ক্যাম্পে থাকছেন না ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ দলের জার্সিতে টেস্ট ম্যাচ খেলা বহু আগেই। টি-২০ থেকেও বিরতি নিয়েছেন অনেক দিন হলো। তারপরও সাধারণত টেস্ট সিরিজের আগে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যায় মাশরাফিকে। ম্যাচ না খেললেও দলের সাথেই থাকেন তিনি।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটির জন্য যে ক্যাম্প শুরু হতে যাচ্ছে সেখানে মাশরাফির না থাকার কারন হল তার হ্যামস্ট্রিং ইনজুরি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের সাথে পাড়ি জমানোর কথা থাকলেও শেষ পর্যন্ত ইনজুরিতে পড়ে যাওয়া হয়নি তার। শুধু তাই নয় দেশের মাটিতে যে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাও হবে টি-২০ ফরম্যাটে তাই মাশরাফির ইনজুরি বিবেচনা করে ক্যাম্পে রাখা হচ্ছে না তাকে।
মাশরাফিকে ক্যাম্পে না রাখার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘মাশরাফিকে কন্ডিশনিং ক্যাম্পে রাখা হচ্ছে না। সে যেহেতু তি-২০ ও টেস্ট খেলে না। তার অবশ্য থাকার কথা ছিল। কিন্তু এখন তাকে রাখছি না। ওয়ানডে সিরিজ হলে তাকে রাখতাম। সেটার কোনো সম্ভাবনা নেই।’