কঠিন সমীকরণই সহজ মাশরাফির কাছে

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এবারের বিশ্বকাপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে চারটি দল। উইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা আর পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আফগানিস্তান। বাংলাদেশ দল মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাঁচা-মরার লড়াইয়ে।

ভারত এবং পাকিস্তান এই দুই দলকেই হারাতে হবে বাংলাদেশকে। শুধু হারালেই চলবে না। সমীকরণ যে তখন আরও জটিল হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে। যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডের কাছে হারে তাহলেই কেবল স্মি ফাইনালে যেতে পারবে টাইগাররা।

এমন কঠিন সমীকরণ যখন সামনে দাঁড়িয়ে আছে তখন ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা জানালেন অন্য দলের সমীকরণ মিলিয়ে লাভ নেই। নিজেদের সেরাটা দিয়েই টিকে থাকতে চায় টাইগাররা।

মাশরাফির ভাষ্য, ‘অন্য দলের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। এই পর্যন্ত আমরা নিজেদের পারফরম্যান্সেই এসেছি। তিন ম্যাচে ছয় পয়েন্ট আর বৃষ্টিতে এক পয়েন্ট। এমন টুর্নামেন্টে অন্যদের দিকে তাকিয়ে থেকে লাভ আছে বলে মনে করি না।’

কঠিন সমীকরণকে বাংলাদেশ দলের অধিনায়ক দেখছেন ইতিবাচকভাবেই। তিনি বলেন, ‘এটাকে আমি ইতিবাচক হিসেবেই নিচ্ছি। যদি কাল জিততে পারি। আমি মনে করি কঠিন অপশনটাই বেটার। দলকে সাম্নের দিকে এগিয়ে নিতে চাইলে এটাই ভালো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »