নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর তৃতীয় রাউন্ড শুরু হয়েছে আজ থেকে। তৃতীয় রাউন্ডের প্রথম স্তরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে খুলনা ডিভিশন৷ যেখানে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন এনামুল হক বিজয়। আর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে অপর ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর ও রাজশাহী। যেখানে আলো ছড়িয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন।
বিজয়ের শতক:
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডিভিশনের বিপক্ষে টস জিতে ব্যাট করছে খুলনা বিভাগ। শুরতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা মাত্র ১৬ রানেই হারিয়ে বসে দুই উইকেট। সেখান থেকে তুষার ইমরানকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলে বিজয়। ১৮৫ বলে আট চার ও পাঁচ ছক্কার সাহায্যে করেন শত রান। এছাড়াও ফিফটি তুলেছেন তুষার ইমরান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
খুলনা : ১৮১/২ ( ওভার ৫৮.১)
বিজয় ১১১*, তুষার ৫৫*
রিশাদের স্পিন জাদু:
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে বল হাতে আলো ছড়িয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৬৫ রানে রাজশাহী হারিয়ে বসেছে সেখানে চার উইকেট একাই নিয়েছেন রিশাদ হোসেন। ১৬ ওভারে ৪১ রান দিয়ে ৫ মেইডেনসহ নিয়েছেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
রাজশাহী : ১৬৫/৬ ( ওভার ৫৪ )
ফরহাদ ৪৬*,শান্ত ৩৪, রিশাদ ৪/৪১