নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমে জয়ের দেখা পায় আফগানিস্তান। এর আগে ১-১ সমতায় থাকা ওয়েস্ট ইন্ডিসকে ২৯ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে রশিদ খাঁনের আফগানিস্তান।
রোববার(১৮ নভেম্বর) টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ১৫৬ লড়াকু ইনিংস খেলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫২ বলে খেলেন ৭৯ রানের জড়ো ইনিংস খেলেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।
ওয়েস্ট ইন্ডিসের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শেলডন কোট্রেল, কেমো পল ও কেসরিক উইলিয়ামস।
আফগানিস্তানের বেঁধে দেওয়া ১৫৭ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে একাই লড়াই করেছেন শাই হোপ। ৪৬ বলে ৫২ রান করেন তিনি। এক প্রান্তে একাই লড়াই করলেও বাকি ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৭ রানে থামে তাদের ইনিংস।
আফগানদের হয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন তরুন পেসার পেসার নাভিন উল ইসলাম এবং ১টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, করিম জানাত ও রশিদ খান।
এ ম্যাচে জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতে আফগানিস্তান।
ম্যান অব দ্যা ম্যাচ : রহমানুল্লাহ গুরবাজ
ফলাফল : আফগানিস্তান ২৯ রানে জয়ী।