ওয়ালশের বিদায় নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে ক্যারিবিয়ান গ্রেট কোর্টনি ওয়ালশ দায়িত্ব পালন করেছেন প্রায় তিন বছর। তবে এই সময়টাতে নতুন বোলারদের খুঁজে বের করে আনা তো দূরের কথা পুরনোদের সঠিক পরিচর্যা করতে পারেননি তিনি এমন কথাও বলে বেরাচ্ছেন কেউ কেউ।

বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারনে কোচিং স্টাফে আমুল পরিবর্তন এনেছে বিসিবি। যেখানে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং স্পিন বোলিং কোচ সুনিল যোশি সহ ছাটাই করা হয়েছে হেড কোচকে। ওয়ালশের সাথে বিসিবির পক্ষ থেকে আর চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না এমন খবর মিডিয়ায় প্রকাশ হলেও ওয়ালশ এবার জানালেন ভিন্ন কথা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এই ক্যারিবিয়ান নিজেই চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেননি বলে দাবি করছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেস দলের সাথে আর কাজ করতে চান না এমন কথা বোর্ডকে নাকি তিনি জানিয়েছিলেন বিশ্বকাপের আগেই!

ওয়ালশ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাথে আমার সময়টা ভালো কেটেছে। আমার মনে হচ্ছে এখন ঘরে ফেরার সময়। বিশ্বকাপের আগেই আমি বাংলাদেস ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছিলাম যে বিশ্বকাপের পর আমি থাকছি না।’

ক্যারিবিয়ান দলের কোচের ভূমিকায় থাকার আগ্রহ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলটা আমার হৃদয়ে রয়েছে। আমি  এই দলটাতে বেশ ভালো ভূমিকা রাখতে পারব বলে মনে করি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »