ওয়ার্নারের ব্যাটে অস্ট্রেলিয়ার দুইয়ে দুই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ও সফরকারীদের উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া। ওয়ার্নারের ব্যাটিং ঝলকে ৯ উইকেটের বিশাল জয় পায় স্বাগতিকরা। আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক লাথিস মালিঙ্গা।

উদ্বোধনী জুটিতে মাঠে নামেন গুনাথিলাকা ও কুশল মেন্ডিস। তবে দলীয় ৫ রানে মেন্ডিসকে হারিয়ে বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা। তার পর কেউ দলের হয়ে দাঁড়াতে পারেনি। ১৯ ওভারে অলআউট হয়ে ১১৭ রান সংগ্রহ করে লংকারা। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন কুশল পেরেরা।অজি বোলার কেন রিচার্ডসন ছাড়া, স্ট্যানল্যাক, জাম্পা, প্যাট কামিন্স ও আগার নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালে ও সে ধাক্কা সামলে নেন ওয়ার্নার ও স্মিথ। দু জনেই অপরাজিত থেকে ১৩.০ ওভারে ১১৮ রান সংগ্রহ করে জয়ের প্রান্তে পৌছে যায়। ডেভিড ওয়ার্নার ৬০ ও স্মিথ ৫৩ রানে অপরাজিত থাকেন।শুরুতেই ফিঞ্চের (৫) রানে উইকেটটি হারায় অজিরা। এ একটি উইকেট নেন লংকা অধিনায়ক লাথিস মালিঙ্গা।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ-

শ্রীলঙ্কা- ১১৭/১০(১৯.০)
অস্ট্রেলিয়া- ১১৮/১(১৩.০)

ফলাফল : অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী ও ম্যাচ সেরা ডেভিড ওয়ার্নার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »