ওয়ানডেতে ৩৫০তম ম্যাচ খেলছেন ধোনি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দুই বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মোকাবেলা করবে গতবারের ফাইনালিষ্ট নিউজিল্যান্ড। মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টসে জয় লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

এই ম্যাচে অনন্য রেকর্ড স্পর্শ করেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। ভারতীয় সাবেক অধিনায়ক এই ম্যাচ দিয়েই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৩৫০তম ম্যাচ পূর্ণ করলেন।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দিয়ে ওয়ানডে ম্যাচ খেলার তালিকায় ধোনি আছেন ২য় স্থানে। আর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের ১০ম ক্রিকেটার হিসেবে ৩৫০তম ম্যাচ খেলতে নেমেছেন ধোনি।

সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন। এর আগে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার ৪৬৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যা ভারতের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ তো বটেই, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও সর্বোচ্চ।

ওয়ানডেতে মাহেন্দ্র সিং ধোনি ২৯৬ ইনিংসে ব্যাট হাতে ৫০.৫৮ গড়ে ১০ হাজার ৭২৩ রান করেছেন। নামের পাশে যোগ করেছেন ১০টি শতকের সাথে রয়েছে ৭২টি অর্ধশতকও। ওয়ানডেতে অপরাজিত ১৮৩ রান ধোনির ব্যক্তিগত সর্বোচ্চ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »