নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কাফ ইনজুরির কারণে প্রথম টেষ্ট থেকে ছিটকে পড়া জিমি এন্ডারসনের দেখা মিলতে পারে চলতি সিরিজের চতুর্থ ম্যাচে। গত মঙ্গলবারে ল্যাঙ্কাশায়ারে দ্বিতীয় সারির দলের হয়ে বোলিং করেন তিনি। আপাতত কোন সমস্যা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ২০ ওভার বল করে ৩৮ রান দিয়ে ১ উইকেট লাভ করেন তিনি। চতুর্থ ম্যাচের আগে পুরোপুরি ম্যাচফিট করে নিতে আরো একটি ম্যাচ
খেলবেন তিনি। সেইম্যাচে বড় ধরনের কোনরূপ সমস্যা দেখা না দিলে ওল ট্র্যাফোর্ডে নতুন বল হাতে আবারো দেখা মিলবে ইংল্যান্ডের সর্বোচ্চ শিকারীর।