ওয়ার্নারের বিদায়ী টেস্ট জয় দিয়ে রাঙ্গালো অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জয়ের মঞ্চটা তৃতীয় দিন শেষেই প্রস্তুত করে রেখেছিল অস্ট্রেলিয়া। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। প্রত্যাশিত জয় দিয়েই ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখলো অস্ট্রেলিয়া। সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকস্তিানকে ৮ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।

৭ উইকেটে ৬৭ রান নিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। বেশি আর এগুতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট হয় ১১৫ রানে। মোহাম্মদ রিজওয়ান ২৮ রান করে আউট হন। অজি বোলার হ্যাজালউড ৪টি, নাথান লায়ন ৩টি এবং স্টার্ক, কামিন্স ও হেড ১টি করে উইকেট নেন।

১৩০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই উসমান খাজা (০) উইকেট হারায় অস্ট্রেয়িলা। লাবুশানেকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে অস্ট্রেলিয়াকে জয়ে দিকে নিয়ে যান বিদায়ী টেস্ট ইনিংস খেলতে নামা ওয়ার্নার। আর বিদায়ী ইনিংসে ওয়ার্নার টেস্ট ক্যারিয়যারের ৩৭তম ফিফটি তুলে নেন। ১ উইকেটে ৯১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় অজিরা।

দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে শেষবারের মতো প্যাভিলয়নে ফেরত যান ৫৭ রান করা ওয়ার্নার। এরপ ফিফটি তুলে নেন লাবুশানে। শেষ পর্যন্ত ২ উইকেটে ১৩০ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। লাবুশানে ৬২ রানে অপরাজিত থাকেন।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »