ক্রীড়া প্রতিবেদক »
সম্প্রতি প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ের তালিকায় ওয়ানডেতে বাংলাদেশী ক্রিকেটারদের জয়জয়কার। বোলিংয়ে সেরা দশে ৩ জন বাংলাদেশীর পাশাপাশি অলরাউন্ডার র্যাংকিংয়ে সেরা তিনে রয়েছেন ২ জন বাংলাদেশী ক্রিকেটার। বরাবরের মতোই র্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। সেই সাথে ৩ ধাপ এগিয়ে র্যাংকিংয়ের ৩ নম্বরে উঠে এসেছেন সম্প্রতি শেষ হওয়া ভারত সিরিজের নায়ক মেহেদী হাসান মিরাজ।
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ব্যাটে-বলে অসাধারণ পারফর্মেন্সে বাংলাদেশকে সিরিজ জেতানোর পাশাপাশি নিজেও র্যাংকিংয়ের সেরা অবস্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হালনাগাতকৃত তালিকায় ২৮৪ র্যাটিং পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান মিরাজের। তালিকার দ্বিতীয়তে রয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি ৩১০ র্যাটিং পয়েন্ট নিয়ে।
এছাড়া অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান দীর্ঘদিন ধরে দখল করে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৮৯ র্যাটিং পয়েন্ট নিয়ে নিজের অবস্থান বেশ পাকাপোক্ত করে রেখেছেন সাকিব।
মিরাজকে জায়গা করে দিতে গিয়ে ১ ধাপ পিছিয়ে তালিকার ৪ নম্বরে নেমে গেছেন আফগান লেগস্পিন জাদুকর রশিদ খান। পাঁচে এবং ছয়ে নেমেছেন যথাক্রমে সিকান্দার রাজা এবং মিশেল স্যান্টনার।