ওপেনিংয়ে নামার কারন জানালেন কোহলি

কে এম আবু হুরায়রা »

ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিরল এই সুপার ওভার। এই সিরিজের আগে কখনই সুপার ওভারের মুখোমুখি হননি কোহলিকে৷ তবে এবার টানা দুই ম্যাচে হারতে যাওয়া দুটি ম্যাচ জিতে যায় সুপার ওভারে।

এর আগে গত ২৯’শে জানুয়ারী ভারতের দেওয়া ১৮০ রানের টার্গেটে শেষ ওভারে প্রয়োজন ছিলো মাত্র ৯ রান। প্রথম বলেই ছক্কা মেরে কাজটি সহজ করে রস টেলর। তবুও ম্যাচটি ড্র করে ভারত। ম্যাচটি সুপার ওভারে গড়ালে সুপার ওভারে ১৭ রানের টার্গেটে রোহিত শর্মা শেষ ২ বলে দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচসহ সিরিজ জিতে নেয় ভারত।

গতকাল আবারও সেই সুপার ওভার। ভারতের দেওয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সহজ টার্গেটকে কঠিন করে ফেলে কিউইরা। শেষ ওভারে মাত্র ৭ রান করতে পারেননি নিউজিল্যান্ড। ম্যাচটি সুপার ওভারে গড়ালে এদিন মাত্র ১৪ রানের টার্গেট দাড় করায় নিউজিল্যান্ড। জবাবে ওপেনিং পজিশনে দেখা যায় কোহলিকে। হঠাৎই লোকেশ রাহুলের সাথে মাঠে দেখা যায় কোহলিকে। ম্যাচ জয়ী রানটিও আসে তার ব্যাট থেকেই।

সুপার ওভারে খেলা একটি নতুন অভিজ্ঞতাও কোহলির কাছে। দুই ম্যাচে শিখেছেন অনেক কিছু। কোহলি বলেন, ‘এখানে নতুন কিছু শিখলাম। প্রতিপক্ষ যেই হোক মাথা ঠান্ডা রাখতে হবে। যখনই সুযোগ আসবে সুযোগটির ফায়দা নিতে হবে।’

হঠাৎ ওপেনিং এর কারন হিসেবে কোহলি জানান, ‘শুরুতে স্যামসন (সাঞ্জু স্যামসন) ও রাহুল (কে এল রাহুল) নামার কথা ছিলো। কিন্তু রাহুল আমাকে নামতে বললো কারন আমি অভিজ্ঞ ও চাপ সামলাতে পারি। তার প্রথম শট ভালো ছিলো। আমিও যায়গায় বল পেয়ে যাই এবং নিজের কাজটা ঠিকমত করতে পেরেছি৷’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »