নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান৷ জাতীয় দলের হয়ে খেলছেন অনেক বছর যাবত। ক্যারিয়ারের শুরু থেকেই ওপেনিং করে আসছেন। বয়স ভিত্তিক দলেও তিনি ওপেনার ছিলেন। ধীরে ধীরে হয়েছেন দেশ সেরা ওপেনার। এবার তিনি জানালেন ওপেনার হতে বিশেষ কিছুর প্রয়োজন রয়েছে।
ব্যাট হাতে যেকোনো পরিস্থিতিতে ওপেনারদের সম্মুখীন হতে হয়৷ সেটা স্পোর্টিং উইকেট হোক,কিনবা নিউজিল্যান্ডের সবুজ ঘাসের ভয়ংকর উইকেট। সব পরিস্থিতিতে তাদের মানিয়ে নিতে হয়।
তামিম ইকবাল গতকাল বিকেলে ধানমন্ডি ক্রিকেট একাডেমির কিছু খুদে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়েছেন। সেখানেই তিনি বলেছেন ওপেনারদের মাঝে বিশেষ কিছু রয়েছে।
একজনের প্রশ্নের জবাবে তিনি বলেন,’কারও মধ্যে বিশেষ কিছু না থাকলে সে ওপেনার হতে পারে না। সব ক্রিকেটারকেই অনেক পরিশ্রম করতে হয়। তবে ওপেনারদের পরিশ্রমটা একটু অন্য রকম। শুধু দৌড়ালে বা ফিটনেস ঠিক রাখলে হয় না। প্রচুর ব্যাটিং করতে হয়। তোমার মধ্যে বিশেষ কিছু আছে বলেই তুমি একজন ওপেনার।’
এছাড়া তামিম জানান অন্যান্য চাপের চেয়ে নিজের প্রত্যাশার চাপটি বেশি। তিনি বলেন,‘চাপ তো অনেক। ভালো খেলার চাপ থাকে, প্রত্যাশার চাপ, মিডিয়ার চাপ থাকে। তবে এত চাপ নিয়ে ভাবলে খেলা যায় না। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ওপর নিজের প্রত্যাশার চাপ। আমি নিজের কাছে নিজে কী চাই, তা ঠিকভাবে করতে পারলাম কি না, সেই চাপ।’
ম্যাচের আগের প্রস্তুতি নিয়ে তামিম বলেন, ‘ম্যাচে কী হবে না হবে, সেসব নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। নির্ভার থাকতে হবে। আর আত্মবিশ্বাস রাখতে হবে। তুমি যে ভালো খেলো, সেটা হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবে না। কিন্তু তোমার মধ্যে বিশ্বাসটা রাখতে হবে যে তুমি পারবে।’
নিউজক্রিকেট/আরআর