ঐতিহাসিক টেস্ট স্মরণে কলকাতা প্রিন্সের অভিনব আয়োজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসে তিন ম্যাচের টি-২০ সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন ভারত সফরের শেষ টেস্ট খেলবে কলকাতার ইডেন গার্ডেনে। এবারই প্রথম ইডেন গার্ডেনে টেস্ট খেলেতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ইডেন গার্ডেনের টেস্টকে মহিমান্বিত করতে আয়োজনের কমতি রাখছে না বিসিসিআই। নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী বাংলাদেশের এই ম্যাচকে সামনে রেখে সাজাচ্ছেন অন্যরকম সব পরিকল্পনা।

আগামী ২২ শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনের টেস্ট ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ আমরা আশা রাখছি আমাদের সব পরিকল্পনা ঠিক থাকলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইডেনের ঐতিহাসিক ঘন্টা বাজাবেন। সেই সাথে ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ করা হবে।’

তবে সবচেয়ে বড় চমক হচ্ছে ১৯ বছর আগে ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের অভিষেক টেস্ট ক্রিকেটারদের সংবর্ধনা দিবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত বাংলাদেশের ঐ অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখতেই সৌরভের এমন পরিকল্পনা ।

গতকাল হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সৌরভ জানান, ‘ কলকাতা টেস্টে বাংলাদেশের অভিষেক টেস্টের সকল ক্রিকেটারকে আমরা আমন্ত্রণ জানাবো। আমি নিজে বাংলাদেশের অভিষেক টেস্টের ক্রিকেটার ও সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলা ভারতীয় ক্রিকেটারদেরকে চিঠি লিখবো। প্রথম দিনের খেলা শেষেই আয়োজন করা হবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের। ‘

গতকাল বাংলাদেশের ক্রিকেটাররা ১১ দফা নিয়ে আন্দোলন করায় শঙ্কা জেগেছে ভারত সফরে। তবে সৌরভ গাঙ্গুলী বলেন অতি দ্রুত এর সমাধান হবে আর বাংলাদেশ ভারত সফরে আসবে এমনটা আশাবাদী ।

বাংলাদেশের অভিষেক টেস্টের খেলোয়াড়দের তালিকা:

নাইমুর রহমান দুর্জয় ( অধিনায়ক) , খালেদ মাসুদ পাইলট ( উইকেটরক্ষক) , হাবিবুল বাশার সুমন, আকরাম খান, আমিনুল ইসলাম, মেহরাব হোসেন, শাহরিয়ার হোসেন, আল শাহরিয়ার, হাসিবুল ইসলাম, রঞ্জন দাস ও মোহাম্মদ রফিক।

ভারতের একাদশ:

সৌরভ গাঙ্গুলি ( অধিনায়ক) , সাবা করিম ( উইকেটরক্ষক ) , শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, শিব সুন্দর দাস, এস রমেশ, মুরালি কার্তিক, অজিত আগারকার, সুনীল জোশি, জহির খান ও জাভাগল শ্রীনাথ ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »