ঐ মুহূর্তে ৩২ কোটি গালি খেয়েছিঃ তামিম ইকবাল

নিউজ ডেস্ক »

ক্রিকেট বাঙালী জাতির কাছে শুধুই একটা খেলা নয়, একটা আবেগের নাম। অনেক আবেগ জড়িয়ে থাকে এই খেলায়। ভালো খেললে যেমন ক্রিকেটারদের মাথায় তুলে রাখেন দর্শকরা, খারাপ খেললে তেমন গালি দিতেও ভুল করেননা তারা। বিষয়টি জানেন ক্রিকেটাররাও। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস ওকসের ক্যাচ মিস করায় তামিমও বুঝেছিলেন সে ৩২ কোটি গালি খেয়েছেন।

গতকাল রুবেল হোসাইন এবং তাসকিন আহমেদের সাথে ফেসবুক লাইভে আড্ডায় এসে বর্ননা দিয়েছেন সেই ভয়ংকর মুহূর্তের। সেই ১৬ কোটি বাঙালী স্বপ্নভঙ্গের দায়ী হতে হতে বেঁচে যাওয়ার মুহুর্তের৷ এসময় তামিম ইকবাল বলেন,’ খেলা খুব ক্লোজ হয়ে যাচ্ছিলো। তাসকিনের বলে যখন ক্যাচটি ছাড়ি তখন মনে হচ্ছিলো মাটি ফাঁক হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যাই। আমাকে আর কেউ দেখার দরকার নেই।’

এছাড়াও তখন তিনি বাঙালির আবেগকে সম্মান করেই বলেছেন তখন ১৬ কোটি মানুষের ৩২ কোটি গালি খেয়েছেন তিনি। তবে রুবেল হোসাইন ২ উইকেট নিয়ে বাঁচিয়েছেন তাকে। ম্যাচটি না জিতলে দেশেও আসতেননা বলে জানান তামিম ইকবাল। তামিমের ভাষায়,’ঐ মুহূর্তে আমি ৩২ কোটি গালি খেয়েছি। বাংলাদেশে ১৬ কোটি মানুষ। কিন্তু কেউতো আর ১টি গালি দেননি। ২টি করে দিয়েছে সবাই। রুবেল দুই উইকেট নিয়ে নিলো। ম্যাচ শেষে রুবেলের পেছনে দৌড়াচ্ছে সবাই। কিন্তু আমি দৌড়াচ্ছিলাম আমি বেঁচে গেছি। যদি ঐ ম্যাচ হারতাম আমার আর দেশে আসা লাগতোনা। রুবেল ঐ দুই উইকেট না নিলে আমার আর দেশে আসা লাগতোনা। যেকোনো দেশে চলে যেতাম।’

বাংলাদেশ সময়: ৯:০৫ এএম

নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »