নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের কোচিং স্টাফ এখন আফ্রিকায়। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নিল ম্যাকোঞ্জি, বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট ও ফিল্ডিং কোচ রায়ান কুক। আর তাদের সকলের হেড হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। শুধুমাত্র ড্যানিয়েল ভেট্টোরি বাদে বাকি কোচিং স্টাফ আফ্রিকাময়।
নিল ম্যাকোঞ্জি আগে থেকেই বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে ছিলেন। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফ ছাঁটাই করা হলেও বাংলাদেশ দলের ব্যাটিং ভালো থাকার জন্য নিল ম্যাকোঞ্জিকে রেখে দেয়। আর রায়ান কুক ছিলেন। আর ল্যাঙ্গাভেল্ট ও ডমিঙ্গো আগে থেকেই ছিলেন।
আজ সকাল ৯টায় ঢাকায় পা রেখেছেন বাংলাদেশ দলের বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। তিনি এই মুহূর্তে অবস্থান করছেন গুলশানের পাঁচ তারকা হোটেল আমারি হোটেলে। আজ বিকালে পা রাখবেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। তবে নিল ম্যাকোঞ্জি এখনো দলের সাথে যোগ দেননি। আরো কিছুদিন পর তিনি যোগ দিবেন। আগামী সপ্তাহের শুরুতে নতুন কোচিং স্টাফদের অধীনে শুরু হবে ক্রিকেট প্র্যাকটিস।