দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশ ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা। এতদিন তামিম ইকবাল ইস্যুতে সরগরম ছিলো দেশের ক্রিকেট পাড়া। তামিম ইস্যু থামতেই যেন ক্রিকেট ভক্তদের মনে তৈরি হলো আরেক প্রশ্নের। এশিয়া কাপের দলে জায়গা হবে তো মাহমুদউল্লাহ রিয়াদের? এমন প্রশ্নের উত্তর জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে তাকিয়ে গোটা দেশ। এমন সময়ই ভেতরের খবর আসলো এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা হচ্ছে না অভিজ্ঞ রিয়াদের। বরং তাকে ছাড়া আলোচিত ৭ নম্বরে পজিশনে বিসিবির ভাবনায় আরো ৪ জন।
আগামী পরশু, অর্থাৎ ৮ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপের ক্যাম্প। ক্যাম্প শুরুর আগে দল ঘোষণার প্রস্তুতি সাড়ছে বিসিবি। তবে রিয়াদ ইস্যুতে সংবাদমাধ্যমের সামনে খোলামেলা কোন কথা বলতে আগ্রহী না বাংলাদেশ ক্রিকেটের নীতিনির্ধারকরা। বিসিবি বস নাজমুল হাসান পাপন থেকে শুরু করে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস, এমনকি তিন নির্বাচকও রিয়াদ ইস্যুতে স্পষ্ট করে কোন কথা বলতে আগ্রহী নন।
ফিটনেস টেস্টের জন্য ৩২ জনের দলে ডাকা হয়েছিলো মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু এশিয়া কাপের জন্য ২০-২১ জনের দলে জায়গা হবে না তাঁর, আর এমনটা নিশ্চিত করেছে বিসিবির দায়িত্বশীল একটি সূত্র। বরং রিয়াদের জায়গায় টিম ম্যানেজমেন্ট বিবেচনায় আনছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, শেখ মাহেদীদের।