এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় পরিবর্তন করে নতুন সূচী প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলছে আইসিসি টি২০ বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপ শেষে আগামী ১৯ জুলাই শ্রীলংকায় শুরু হবে নারী এশিয়া কাপ ২০২৪। প্রথম প্রকাশিত সূচী অনুযায়ী ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ২১ জুলাই মাঠে গড়ানোর কথা থাকলেও এসিসি নতুন করে এই হাইভোল্টেজ ম্যাচের সূচী নির্ধারণ করেছে। ১৯ জুলাই উদ্বোধনী দিনের ২য় ম্যাচেই মুখোমুখি হবে ভারত পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেপাল বনাম আরব আমিরাত।

এবার ৮টি দলকে নিয়ে আয়োজন করা হচ্ছে নারী এশিয়া কাপ। গত আসরে ৭ দলকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করা হলেও এবার যুক্ত হয়েছে আরেকটি দল। ফলে দুইটি গ্রæপে বিভক্ত হয়ে খেলবে ৮টি দল। বাংলাদেশ খেলবে বি গ্রæপে। এই গ্রæপে বাংলাদেশের সাথে খেলবে শ্রীলংকা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। এ গ্রæপে খেলবে ভারত, পাকিস্তান, নেপাল ও আরব আমিরাত।

আফগানিস্তান এশিয়ার অন্যতম পরাশক্তি হলেও তালেবান সরকারের অনিচ্ছার কারনে নারী ক্রিকেটে পাকিস্তান অংশগ্রহণ করে না।

এশিয়া কাপ ২০২৪ এর সূচী
১৯ জুলাই-
নেপাল বনাম আরব আমিরাত এবং ভারত বনাম পাকিস্তান
২০ জুলাই-
থাইল্যান্ড বনাম মালয়েশিয়া এবং বাংলাদেশ বনাম শ্রীলংকা।
২১ জুলাই-
আরব আমিরাত বনাম ভারত এবং নেপাল বনাম পাকিস্তান।
২২ জুলাই-
মালয়েশিয়া বনাম শ্রীলংকা এবং বাংলাদেশ বনাম থাইল্যান্ড।
২৩ জুলাই-
আরব আমিরাত বনাম পাকিস্তান এবং নেপার বনাম ভারত।
২৪ জুলাই-
মালয়েশিয়া বনাম বাংলাদেশ এবং শ্রীলংকা বনাম থাইল্যান্ড।
২৬ জুলাই-
প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল
২৮ জুলাই-
ফাইনাল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »